ভালো লাগা |Bangali poem
আমার ভালো লাগে ,
প্রবীণ গাছে নবীন কচিপাতা |
আমার ভালো লাগে ,
সাদা মেঘ যা নীল আকাশে আঁকা |
আমার ভালো লাগে ,
গ্রামের পথ যা রয়েছে আঁকাবাঁকা |
আমার ভালো লাগে ,
হারিয়ে যাওয়া মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের দল |
আমার ভালো লাগে ,
গাছের তলায় পড়ে থাকা রঙিন ফল |
আমার ভালো লাগে ,
মাঠে মাঠে ব্যস্ত চাষির দল |
আমার ভালো লাগে ,
শুকনো নদীর কাদামাখা জল |
আমার ভালো লাগে ,
নীল আকাশে উড়ন্ত পাখির দল |